আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২১. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী

হাদীস নং: ১৬০৯
আন্তর্জাতিক নং: ১৬০৯
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
নবী (ﷺ) এর পরিত্যক্ত সম্পদ।
১৬১৫। আলী ইবনে ঈসা ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, ফাতিমা (রাযিঃ) আবু বকর ও উমর (রাযিঃ)-এর কাছে এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে তার মীরাছ চাইতে। তারা বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমার কেউ ওয়ারছি হয়না। তিনি বললেন, আল্লাহর কসম! আমি আপনাদের সাথে আর কখনো আলোচনা করবো না অর্থাৎ এই মীরাছ সম্পর্কে আপনার উভয়েই সত্যবাদী।

এই হাদীসটি আবু বকর সিদ্দকী (রাযিঃ)-নবী (ﷺ) থেকে অন্য সূত্রেও বর্ণিত আছে।
أبواب السير عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَرِكَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا بِذَلِكَ، عَلِيُّ بْنُ عِيسَى الْبَغْدَادِيُّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ فَاطِمَةَ، جَاءَتْ أَبَا بَكْرٍ وَعُمَرَ رضى الله عنهما تَسْأَلُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالاَ سَمِعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنِّي لاَ أُورَثُ " . قَالَتْ وَاللَّهِ لاَ أُكَلِّمُكُمَا أَبَدًا . فَمَاتَتْ وَلاَ تُكَلِّمُهُمَا . قَالَ عَلِيُّ بْنُ عِيسَى مَعْنَى لاَ أُكَلِّمُكُمَا تَعْنِي فِي هَذَا الْمِيرَاثِ أَبَدًا أَنْتُمَا صَادِقَانِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান