আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩৬১
২০০৯. يَزِفُّونَ অর্থ দ্রুত চলা।
৩১২৩। ইসহাক ইবনে ইবরাহীম ইবনে নাসর (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী (ﷺ)- এর সামনে কিছু গোশত আনা হল। তখন তিনি বললেন, নিশ্চয় আল্লাহ কিয়ামতের দিন পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একই সমতল ময়দানে সমবেত করবেন। তখন আহবানকারী তাদের সকলকে তাঁর আহবান সমভাবে শুনাতে পারবে। এবং তাদের সকলের উপর সমভাবে দর্শকদের দৃষ্টি পড়বে, আর সূর্য তাদের অতি নিকটবর্তী হবে। তারপর তিনি শাফাআতের হাদীস বর্ণনা করলেন যে, সকল মানুষ ইবরাহীম (আলাইহিস সালাম)- এর নিকট আসবে এবং বলবে, পৃথিবীতে আপনি আল্লাহর নবী এবং তাঁর খলীল। অতএব আমাদের জন্য আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন। তখন তিনি ঘুরিয়ে পেচিয়ে বলা উক্তির কথা স্মরণ করে বলবেন, নফসী! নফসী! তোমরা মুসার কাছে যাও। অনুরূপ হাদীস আনাস (রাযিঃ)- ও নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
