আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২১. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
হাদীস নং: ১৫৮৬
আন্তর্জাতিক নং: ১৫৮৬
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
অগ্নি উপাসক থেকে জিযইয়া গ্রহণ।
১৫৯২। আহমাদ ইবনে মানী (রাহঃ) ......... বাজালা ইবনে আব্দা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মানাযির অঞ্চলে জায ইবনে মুআবিয়া-এর লিপিকার ছিলাম। তখন উমর (রাযিঃ)-এর একটি চিঠি এল, তোমাদের অঞ্চলের অগ্নি উপাসকদের লক্ষ্য কর। এদের থেকে জিযইয়া গ্রহণ করবে। কেননা, আব্দুর রহমান ইবনে আওফ আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হাজার এলাকার অগ্নি উপাসকদের কাছ থেকে জিযইয়া গ্রহণ করেছেন। বুখারী
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান।
أبواب السير عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَخْذِ الْجِزْيَةِ مِنَ الْمَجُوسِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ بَجَالَةَ بْنِ عَبْدَةَ، قَالَ كُنْتُ كَاتِبًا لِجَزْءِ بْنِ مُعَاوِيَةَ عَلَى مَنَاذِرَ فَجَاءَنَا كِتَابُ عُمَرَ انْظُرْ مَجُوسَ مَنْ قِبَلَكَ فَخُذْ مِنْهُمُ الْجِزْيَةَ فَإِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ أَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ الْجِزْيَةَ مِنْ مَجُوسِ هَجَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .