আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২১. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
হাদীস নং: ১৫৪৯
আন্তর্জাতিক নং: ১৫৪৯
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৫৫৫। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া আদানী মক্কী তার উপনাম আবু আব্দুল্লাহ, তিনি ছিলেন একজন সৎ লোক। তিনি হলেন, ইবনে আবী উমর (রাহঃ) ......... ইমাম মুযানী তিনি ছিলেন সাহাবী ((রাযিঃ)) থেকে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন বাহিনীকে অভিযানে প্রেরণ করতেন তখন তাদের বলতেন, তোমরা যদি কোথাও মসজিদ দেখতে পাও বা কোন মুয়াযযিনের আযান শুনতে পাও তবে সেখানকার কাউকে হত্যা করবে না। আবু দাউদ ৪৫৪
এ হাদীসটি হাসান-গারীব। এটি হল ইবনে উয়াইনা (রাহঃ)-এর রিওয়ায়াত।
এ হাদীসটি হাসান-গারীব। এটি হল ইবনে উয়াইনা (রাহঃ)-এর রিওয়ায়াত।
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْعَدَنِيُّ الْمَكِّيُّ، - وَيُكْنَى بِأَبِي عَبْدِ اللَّهِ الرَّجُلُ الصَّالِحُ هُوَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ نَوْفَلِ بْنِ مُسَاحِقٍ عَنِ ابْنِ عِصَامٍ الْمُزَنِيِّ عَنْ أَبِيهِ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَعَثَ جَيْشًا أَوْ سَرِيَّةً يَقُولُ لَهُمْ " إِذَا رَأَيْتُمْ مَسْجِدًا أَوْ سَمِعْتُمْ مُؤَذِّنًا فَلاَ تَقْتُلُوا أَحَدًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَهُوَ حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ .


বর্ণনাকারী: