আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২০. নবীজী ﷺ থেকে বর্ণিত শপথ ও মান্নতের বিধান
হাদীস নং: ১৫৪৫
আন্তর্জাতিক নং: ১৫৪৫
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৫৫১। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যদি কসম করার সময় বলে লাতের কসম, উযযার কসম তবে সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে আস, জুয়া খেলি, তবে যেন সে কিছু সাদ্কা করে। ইবনে মাজাহ ২০৯৬, নাসাঈ
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল মুগীরা (রাহঃ) হলেন খাওলানী হিমসী। তার নাম হল আব্দুল কুদ্দুস ইবনুল হাজ্জাজ।
এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল মুগীরা (রাহঃ) হলেন খাওলানী হিমসী। তার নাম হল আব্দুল কুদ্দুস ইবনুল হাজ্জাজ।
باب
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَمَنْ قَالَ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الْمُغِيرَةِ هُوَ الْخَوْلاَنِيُّ الْحِمْصِيُّ وَاسْمُهُ عَبْدُ الْقُدُّوسِ بْنُ الْحَجَّاجِ .
