আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২০. নবীজী ﷺ থেকে বর্ণিত শপথ ও মান্নতের বিধান
হাদীস নং: ১৫২৪
আন্তর্জাতিক নং: ১৫২৪
পাপ কর্মে মান্নত নেই।
১৫৩০। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাপ কার্যে মান্নত করা যাবে না। আর এর কাফফারা হল কসমের কাফফারার অনুরূপ। ইবনে মাজাহ ২১২৫
এই বিষয়ে ইবনে উমর, জাবির ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ নয়। কেননা যুহরী (রাহঃ) এ হাদীসটি আবু সালামা (রাযিঃ) থেকে শোনেন নি। আমি মুহাম্মাদ [ইমাম বুখারী (রাহঃ)]-কে বলতে শুনেছি যে, মুসা ইবনে উকবা, ইবনে আবী আতীক প্রমুখ (রাহঃ) থেকে যুহরী-সুলাইমান ইবনে আরকাম-ইয়াহয়া ইবনে আবী কাছীর-আবু ছালামা-আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে রিওয়ায়াত পাওয়া যায়। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, হাদীসটি মূলত এটাই।
এই বিষয়ে ইবনে উমর, জাবির ও ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ নয়। কেননা যুহরী (রাহঃ) এ হাদীসটি আবু সালামা (রাযিঃ) থেকে শোনেন নি। আমি মুহাম্মাদ [ইমাম বুখারী (রাহঃ)]-কে বলতে শুনেছি যে, মুসা ইবনে উকবা, ইবনে আবী আতীক প্রমুখ (রাহঃ) থেকে যুহরী-সুলাইমান ইবনে আরকাম-ইয়াহয়া ইবনে আবী কাছীর-আবু ছালামা-আয়িশা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে রিওয়ায়াত পাওয়া যায়। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, হাদীসটি মূলত এটাই।
باب مَا جَاءَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ نَذْرَ فِي مَعْصِيَةٍ وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يَصِحُّ لأَنَّ الزُّهْرِيَّ لَمْ يَسْمَعْ هَذَا الْحَدِيثَ مِنْ أَبِي سَلَمَةَ . قَالَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ رَوَى غَيْرُ وَاحِدٍ مِنْهُمْ مُوسَى بْنُ عُقْبَةَ وَابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ أَرْقَمَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مُحَمَّدٌ وَالْحَدِيثُ هُوَ هَذَا .
