আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ১৩৬২
আন্তর্জাতিক নং: ১৩৬২
কেউ তার পিতার স্ত্রী অর্থাৎ সৎ মাকে বিবাহ করলে।
১৩৬৬. আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ..... বারা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মামা আবু বুরদা ইবনে নিয়ার একবার আমার পাশ দিয়ে পথ অতিক্রম করে যাচ্ছিলেন। তাঁর হাতে ছিল একটা পতাকা। আমি বললাম, কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? তিনি বললেন, এক ব্যক্তি তার সৎমাকে বিয়ে করেছে। রাসূলুল্লাহ (ﷺ) তার মাথা কেটে নিয়ে আসতে আমাকে পাঠিয়েছেন। - ইবনে মাজাহ ২৬০৭

এই বিষয়ে কুররা আল-মুযানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বারা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) হাদীসটি আলী ইবনে ছাবিত - আব্দুল্লাহ ইবনে ইয়াযিদ - বারা সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটি আশআছ - আদী - বারা - তৎপিতাসূত্রে এবং আশআছ আদী ইয়াযীদ ইবনে বারা - তৎমামা সূত্রে নবী (ﷺ) সূত্রেও বর্ণিত আছে।
باب فِيمَنْ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ أَشْعَثَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَرَّ بِي خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ وَمَعَهُ لِوَاءٌ فَقُلْتُ أَيْنَ تُرِيدُ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ أَنْ آتِيَهُ بِرَأْسِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ قُرَّةَ الْمُزَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنِ الْبَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَشْعَثَ عَنْ عَدِيٍّ عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ عَنْ أَبِيهِ وَرُوِيَ عَنْ أَشْعَثَ عَنْ عَدِيٍّ عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ عَنْ خَالِهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ১৩৬২ | মুসলিম বাংলা