আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২
২৩. যুলুমের প্রকারভেদ
৩১। আবুল ওয়ালীদ এবং বিশর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেনঃ (الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ) “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম দ্বারা কলুষিত করেনি” (৬ঃ ৮২) এ আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে যুলুম করে নি?’ তখন আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করেনঃ (إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ) “নিশ্চয়ই শিরক চরম যুলুম।” (৩১ঃ ১৩)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন