আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ১৩৪৯
আন্তর্জাতিক নং: ১৩৪৯
শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
উমরা বা আজীবনের জন্য কিছু দান করা।
১৩৫৩. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, উমরা বা আজীবনের জন্য কিছু দান যাকে দেওয়া হয় তার জন্য জায়েয। বা তিনি বলেছেন, তা তার অধিকারীর মিরাছ বলে গণ্য। - মুসলিম, ৫/৬৯,৭০

এই বিষয়ে যায়দ ইবনে ছাবিত, জাবির, আবু হুরায়রা, আয়িশা, ইবনুয যুবাইর ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
كتاب الأحكام عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الْعُمْرَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ لأَهْلِهَا أَوْ مِيرَاثٌ لأَهْلِهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَابْنِ الزُّبَيْرِ وَمُعَاوِيَةَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান