আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়

হাদীস নং: ১২৭৩
আন্তর্জাতিক নং: ১২৭৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
নর পশুর প্রজননের বিনিময়ে গ্রহণ হারাম।
১২৭৬. আহমাদ ইবনে মানী’ ও আবু আম্মার (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) পুং পশুর প্রজননের বিনিময়ে গ্রহণ নিষেধ করেছেন। - বুখারি

এই বিষয়ে আবু হুরায়রা, আনাস, আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কোন কোন আলিম এই হাদীস অনুযায়ী মত পোষণ করেন। কতক আলিম এতদবিষয়ে (শর্ত না করে) সম্মানী গ্রহণের অবকাশ রেখেছেন।
أبواب البيوع عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ عَسْبِ الْفَحْلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَأَبُو عَمَّارٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالَ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ عَسْبِ الْفَحْلِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَقَدْ رَخَّصَ بَعْضُهُمْ فِي قَبُولِ الْكَرَامَةِ عَلَى ذَلِكَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ১২৭৩ | মুসলিম বাংলা