আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩১৫
২১৬। হায়যের গোসলের বিবরণ।
৩০৯। মুসলিম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একজন আনসারী মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ আমি কিভাবে হায়যের গোসল করবো? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এক টুকরা কস্তুরীযুক্ত নেকড়া লও এবং তিনবার ধুয়ে নাও। নবী (ﷺ) এরপর লজ্জাবশত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন অথবা বললেনঃ তা দিয়ে তুমি পবিত্র হও। আয়িশা (রাযিঃ) বলেনঃ আমি তাকে নিজের দিকে টেনে নিলাম। তারপর তাকে নবী (ﷺ) এর কথার মর্ম বুঝিয়ে দিলাম।
