আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ১২৩৫
আন্তর্জাতিক নং: ১২৩৫
যা অধিকারে নেই তা বিক্রি করা নিষেধ।
১২৩৮. হাসান ইবনে আলী খাল্লাল, আব্দা ইবনে আব্দুল্লাহ ও অন্যেরা (রাহঃ) ...... হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যা আমার হাতে নেই তা বিক্রি করতে নবী (ﷺ) আমাকে নিষেধ করেছেন।
ওয়াকী’ (রাহঃ) এই হাদীসটিকে ইয়াযীদ ইবনে ইবরাহীম-ইবনে সীরীন-আইয়ুব-হাকীম ইবনে হিযাম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। তবে এই সনদে ইউসূফ ইবনে মাহাক-এর উল্লেখ নেই। আব্দুস-সামাদ (রাহঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। ইয়াহয়া ইবনে আবী কাছির এই হাদীসটি ইয়া’লা ইবনে হাকীম-ইউসূফ ইবনে মাহাক-আব্দুল্লাহ ইবনে ইসমা-হাকীম ইবনে হিযাম সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। অধিকাংশ আলিমের আমল এই হাদীস অনুসারে রয়েছে। তাঁরা যে জিনিস হাতে নাই তা বিক্রি করা অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।
ওয়াকী’ (রাহঃ) এই হাদীসটিকে ইয়াযীদ ইবনে ইবরাহীম-ইবনে সীরীন-আইয়ুব-হাকীম ইবনে হিযাম (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। তবে এই সনদে ইউসূফ ইবনে মাহাক-এর উল্লেখ নেই। আব্দুস-সামাদ (রাহঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। ইয়াহয়া ইবনে আবী কাছির এই হাদীসটি ইয়া’লা ইবনে হাকীম-ইউসূফ ইবনে মাহাক-আব্দুল্লাহ ইবনে ইসমা-হাকীম ইবনে হিযাম সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। অধিকাংশ আলিমের আমল এই হাদীস অনুসারে রয়েছে। তাঁরা যে জিনিস হাতে নাই তা বিক্রি করা অপছন্দনীয় বলে মত প্রকাশ করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ بَيْعِ مَا لَيْسَ عِنْدَكَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَعَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ الْبَصْرِيُّ أَبُو سَهْلٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَيُّوبَ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَبِيعَ مَا لَيْسَ عِنْدِي . قَالَ أَبُو عِيسَى وَرَوَى وَكِيعٌ هَذَا الْحَدِيثَ عَنْ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَيُّوبَ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ وَرِوَايَةُ عَبْدِ الصَّمَدِ أَصَحُّ . وَقَدْ رَوَى يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِصْمَةَ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يَبِيعَ الرَّجُلُ مَا لَيْسَ عِنْدَهُ .


বর্ণনাকারী: