আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১২. দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১১৬৬
আন্তর্জাতিক নং: ১১৬৬
পশ্চাৎ দ্বার দিয়ে স্ত্রী গমন হারাম।
১১৬৭. কুতায়বা (রাহঃ) ...... প্রমুখ ওয়াকী (রাহঃ) সূত্রে আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, তোমাদের কারো বায়ূ নিঃসরন হলে সে যেন উযু করে নেয় আর তোমরা পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন করবে না।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই আলী (রাযিঃ) হলেন আলী ইবনে তালক (রাযিঃ)।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই আলী (রাযিঃ) হলেন আলী ইবনে তালক (রাযিঃ)।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ إِتْيَانِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ مُسْلِمٍ، وَهُوَ ابْنُ سَلاَّمٍ عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا فَسَا أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ وَلاَ تَأْتُوا النِّسَاءَ فِي أَعْجَازِهِنَّ " . قَالَ أَبُو عِيسَى وَعَلِيٌّ هَذَا هُوَ عَلِيُّ بْنُ طَلْقٍ .
