আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৭- সৃষ্টি জগতের সূচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩০৬
১৯৯৭. মুসলমানদের সর্বোত্তম সম্পদ ছাগ-পাল, যা নিয়ে তারা পাহাড়ের চূড়ায় চলে যায়।
৩০৭৪। সাঈদ ইবনে উফায়র (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) গিরগিট বা রক্তচোষা টিকটিকিকে নিকৃষ্টতম ফাসিক বলে অভিহিত করেছেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে একে হত্যা করার আদেশ দিতে শুনিনি। আর সা‘দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) একে হত্যা করার আদেশ দিয়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন