আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১১. নবীজী ﷺ থেকে বিবাহ শাদী সম্পর্কিত বর্ণনা
হাদীস নং: ১০৯৭
আন্তর্জাতিক নং: ১০৯৭
ওয়ালীমা প্রসঙ্গে।
১০৯৭. মুহাম্মাদ ইবনে মুসা বসরী (রাহঃ) ...... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেন, প্রথম দিনের খানা হলো যথার্থ: দ্বিতীয় দিনের খানা হলো সুন্নত; আর তৃতীয় দিনের খানা হলো লোক শোনান। যে ব্যক্তি লোক শুনানোর জন্য করে, আল্লাহ তাআলাও তার এ মনোবৃত্তি শুনিয়ে দিবেন। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, যিয়াদ ইবনে আব্দুল্লাহর সূত্র ছাড়া অন্য কোন সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-এর রিওয়ায়াতটি মারফূ’রূপে বর্ণিত আছে বলে আমরা জানি না। এবং যিয়াদ ইবনে আব্দুল্লাহ বহু মুনকার ও আজগুবি বিষয়ের রিওয়ায়াতকারী। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) মুহাম্মাদ ইবনে উকবা সূত্রে বর্ণনা করেন যে, ওয়াকী’ (রাহঃ) বলেছেন, যিয়াদ ইবনে আব্দুল্লাহ তার মর্যাদা সত্ত্বেও তিনি হাদীসে অনেক অসত্য বর্ণনা করে থাকেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, যিয়াদ ইবনে আব্দুল্লাহর সূত্র ছাড়া অন্য কোন সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-এর রিওয়ায়াতটি মারফূ’রূপে বর্ণিত আছে বলে আমরা জানি না। এবং যিয়াদ ইবনে আব্দুল্লাহ বহু মুনকার ও আজগুবি বিষয়ের রিওয়ায়াতকারী। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) মুহাম্মাদ ইবনে উকবা সূত্রে বর্ণনা করেন যে, ওয়াকী’ (রাহঃ) বলেছেন, যিয়াদ ইবনে আব্দুল্লাহ তার মর্যাদা সত্ত্বেও তিনি হাদীসে অনেক অসত্য বর্ণনা করে থাকেন।
باب مَا جَاءَ فِي الْوَلِيمَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ . وَزِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ كَثِيرُ الْغَرَائِبِ وَالْمَنَاكِيرِ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَذْكُرُ عَنْ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ قَالَ قَالَ وَكِيعٌ زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ مَعَ شَرَفِهِ لاَ يَكْذِبُ فِي الْحَدِيثِ .
