আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯৬৪
আন্তর্জাতিক নং: ৯৬৪
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
৯৬৭. আহমদ ইবনে মানী’মানী ও মুহাম্মাদ ইবনে ওয়াযীর আল- ওয়াসিতী (রাহঃ) ...... আব্দুল আযীয ইবনে রাফাই’ (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)- কে বললাম, রাসূলুল্লাহ ইয়াওমুত- তারবিয়া (৮ই যিলহজ্জ) -এ যোহরের নামায কোথায় আদায় করেছেন? এই সম্পর্কে আপনি যা জনেন আমাকে তা বলেন তো। তিনি বললেন, মিনায়। আমি বললাম ইয়ওমুন নাহর অর্থাৎ ১৩ই যিলহজ্জ আসরের নামায তিনি কোথায় আদায় করেছেন? তিনি বললেন আবতাহ-এ। এরপর বললেন, তোমর আমীররা যা করবে তুমিও সেই ভাবে এই কাজগুলো করো। - আবু দাউদ, বুখারি, মুসলিম
ইমাম ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। ইসহাক আল- আযরা ছাওরী (রাহঃ) সূত্রে এই রিওয়ায়াতটিকে গারীব বলে মনে করা হয়।
ইমাম ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্। ইসহাক আল- আযরা ছাওরী (রাহঃ) সূত্রে এই রিওয়ায়াতটিকে গারীব বলে মনে করা হয়।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَزِيرِ الْوَاسِطِيُّ الْمَعْنَى، وَاحِدٌ، قَالاَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ حَدِّثْنِي بِشَيْءٍ، عَقَلْتَهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى . قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ . ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ إِسْحَاقَ بْنِ يُوسُفَ الأَزْرَقِ عَنِ الثَّوْرِيِّ .
