আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯৬২
আন্তর্জাতিক নং: ৯৬২
হাজরে আসওয়াদ সম্পর্কে।
৯৬৫. হান্নাদ (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইহরাম অবস্থায় তেল ব্যবহার করতেন তবে তা সুগন্ধি হতো না।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসোক্ত مُقَتَّتِ অর্থ সৃগন্ধ যুক্ত জিনিস। এই হাদীসটি গারীব। ফারকাদ আস- সাবাহী ইবনে জুবাইর (রাহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) এই ফারকাদ আস- সাবাখী এর সমালোচনা করেছেন। তার বরাতে অবশ্য লোকেরা রিওয়ায়াত বর্ণনা করেছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসোক্ত مُقَتَّتِ অর্থ সৃগন্ধ যুক্ত জিনিস। এই হাদীসটি গারীব। ফারকাদ আস- সাবাহী ইবনে জুবাইর (রাহঃ) সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) এই ফারকাদ আস- সাবাখী এর সমালোচনা করেছেন। তার বরাতে অবশ্য লোকেরা রিওয়ায়াত বর্ণনা করেছে।
باب مَا جَاءَ فِي الْحَجَرِ الأَسْوَدِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ . قَالَ أَبُو عِيسَى الْمُقَتَّتُ الْمُطَيَّبُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ فَرْقَدٍ السَّبَخِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ . وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ فِي فَرْقَدٍ السَّبَخِيِّ وَرَوَى عَنْهُ النَّاسُ .
