আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯৫৮
আন্তর্জাতিক নং: ৯৫৮
الْحَجِّ الأَكْبَرِ এর দিন সম্পর্কে।
৯৬১. ইবনে উমর (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, হজ্জে আকবারের দিন হলো ইয়াওমুন্ নাহর।
অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেন নি। এই হাদীসটি প্রথম হাদীস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনে উয়াইনা (রাহঃ) -এর মউকুফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়ায়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদীস রাবী এই রিওয়ায়াতটিকে আবু ইসহাক হারিছ- আলী (রাযিঃ) মাউকুফরূপে বর্ণনা করেছেন।
অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেন নি। এই হাদীসটি প্রথম হাদীস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনে উয়াইনা (রাহঃ) -এর মউকুফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়ায়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদীস রাবী এই রিওয়ায়াতটিকে আবু ইসহাক হারিছ- আলী (রাযিঃ) মাউকুফরূপে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ . قَالَ أَبُو عِيسَى وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ مَوْقُوفًا أَصَحُّ مِنْ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ مَرْفُوعًا . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا . وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا .
