আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯৫৬
আন্তর্জাতিক নং: ৯৫৬
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
৯৫৯. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সামাদ ইবনে আব্দুর ওয়ারিছ (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে যে, আলী (রাযিঃ) ইয়ামান থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলে তিনি তাকে বললেন, কিভাবে ইহরাম করেছ? আলী (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যে ইহরাম করেছেন আমিও সেই ইহরাম করেছি। নবী (ﷺ) বললেন, আমার সঙ্গে হাদী না থাকলে আমি (উমরা করে) হালাল হয়ে যেতাম। - ই বুখারি, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি সনদে হাসান-গারীব।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি সনদে হাসান-গারীব।
باب
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ مَرْوَانَ الأَصْفَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عَلِيًّا، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ " بِمَ أَهْلَلْتَ " . قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ " لَوْلاَ أَنَّ مَعِي هَدْيًا لأَحْلَلْتُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
