আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৭- সৃষ্টি জগতের সূচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২৮৭
১৯৯৩. ইবলীস ও তার বাহিনীর বর্ণনা।
৩০৫৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সেই ব্যক্তি যাকে আল্লাহ তার নবী (ﷺ)- এর মৌখিক দু‘আয় শয়তান থেকে রক্ষা করেছেন তিনি হলেন, আম্মার (রাযিঃ)।
লাঈস (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, ‘ফিরিশতাগণ মেঘের মধ্যে এমন সব বিষয় আলোচনা করেন, যা পৃথিবীতে ঘটবে। তখন শয়তানেরা দু’ একটি কথা শূনে ফেলে এবং তা গণকদের কানে এমনভাবে ঢেলে দেয় যেমন বোতলে পানি ঢালা হয়। তখন তারা এ সত্য কথার সাথে শত প্রকারের মিথ্যা কথা বাড়িয়ে বলে।’
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন