আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৯. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৮৯৬
আন্তর্জাতিক নং: ৮৯৬
মুযদালিফা থেকে সূর্যোদয়ের পূর্বেই রওয়ানা হওয়া।
৮৯৭. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আমর ইবনে মায়মুন (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা মুযদালিফায় উকুফরত ছিলাম। তখন উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) বললেনঃ মুশরিকরা সূর্যোদয় না হওয়া পর্যন্ত এখান থেকে রওয়ানা করত না। তারা বলতঃ হে ছাবির!* তুমি আলোকিত হও। কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) তাদের বিপরীত করেন। অনন্তর উমর (রাযিঃ) সূর্য উঠার পূর্বেই রওয়ানা হয়ে পড়েন। - ইবনে মাজাহ , বুখারি

.ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন এই হাদীসটি হাসান- সহীহ্।

*ছাবির মুযদালিফার একটি পাহাড়। মিনার দিকে যেতে বামদিকে পড়ে।
باب مَا جَاءَ أَنَّ الإِفَاضَةَ مِنْ جَمْعٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ مَيْمُونٍ، يُحَدِّثُ يَقُولُ كُنَّا وُقُوفًا بِجَمْعٍ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ الْمُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَكَانُوا يَقُولُونَ أَشْرِقْ ثَبِيرُ . وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَالَفَهُمْ . فَأَفَاضَ عُمَرُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৮৯৬ | মুসলিম বাংলা