আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৯৪
আন্তর্জাতিক নং: ৮৯৪
(১০ ই যিলহজ্জ ) চাশতের সময় রমী করা।
৮৯৫. আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) ইয়াওমুন নাহরে (১০ ই যিলহজ্জ) চাশতের সময় রমী করেছেন। এর পরবর্তী দিনগুলোতে মধ্যাহ্ণের পর রমী করেছেন। - ইবনে মাজাহ, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা ইয়াওমূন নাহরের পরবর্তী দিনসমূহে মধ্যাহ্নের পর ছাড়া রমী করেন না।
ইমাম আবু ঈসা (রাহঃ) হাদীসটি হাসান- সহীহ্। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা ইয়াওমূন নাহরের পরবর্তী দিনসমূহে মধ্যাহ্নের পর ছাড়া রমী করেন না।
باب مَا جَاءَ فِي رَمْىِ يَوْمِ النَّحْرِ ضُحًى
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَرْمِي يَوْمَ النَّحْرِ ضُحًى وَأَمَّا بَعْدَ ذَلِكَ فَبَعْدَ زَوَالِ الشَّمْسِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ لاَ يَرْمِي بَعْدَ يَوْمِ النَّحْرِ إِلاَّ بَعْدَ الزَّوَالِ .
