আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৯. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৮৭২
আন্তর্জাতিক নং: ৮৭২
উলঙ্গ হয়ে তাওয়াফ করা নিষিদ্ধ।
৮৭৩. ইবনে আবু উমর ও নসর ইবনে আলী (রাহঃ) ....... সুফিয়ান আবু ইসহাক (রাহঃ) এর বরাতে উক্ত রিওয়ায়াত করেছেন। তবে তারা উভয়ে যায়দ ইবনে উছায় (اثىع) এর বুছায় (بثىع) উল্লেখ করেছেন; এটি অধিকতর সহীহ।

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই ক্ষেত্রে শু‘বা (রাহঃ) এর বিভ্রান্তি হয়েছে তিনি যায়দ ইবনে উছায়ল রূপে এই নামটি উল্লেখ করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الطَّوَافِ عُرْيَانًا
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، نَحْوَهُ وَقَالاَ زَيْدُ بْنُ يُثَيْعٍ . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَشُعْبَةُ وَهِمَ فِيهِ فَقَالَ زَيْدُ بْنُ أُثَيْلٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৮৭২ | মুসলিম বাংলা