আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়

হাদীস নং: ৩০৫
আন্তর্জাতিক নং: ৩১১
২১২। মুসতাহাযা’র ই’তিকাফ
৩০৫। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, উম্মুল-মু’মিনীনের একজন ইস্তিহাযা অবস্থায় ই'তিকাফ করেছিলেন।
باب الاِعْتِكَافِ لِلْمُسْتَحَاضَةِ
311 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، «أَنَّ بَعْضَ أُمَّهَاتِ المُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهِيَ مُسْتَحَاضَةٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৩০৫ | মুসলিম বাংলা