আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৫৫
আন্তর্জাতিক নং: ৮৫৫
বায়তুল্লাহ শরীফ দর্শনকালে হাত তোলা মাকরূহ।
৮৫৭. ইউসুফ ইবনে ঈসা (রাহঃ) ...... মুহাজির আল-মক্কী (রাহঃ) থেকে বর্ণিত যে, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যখন কোন ব্যক্তি বায়তুল্লাহ শরীফ দর্শন করবে তখন কি সে তার উভয় হাত উঠাবে? তখন তিনি বললেন, আমরা তো রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে হজ্জ করেছি। তখন আমরা তা করেছি। - আবু দাউদ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বায়তুল্লাহ দর্শনে হাত তোলা সম্পর্কিত এই হাদীসটি শু‘বা আবু কাযাআ (রাহঃ) সূত্রেই আমরা জানতে পারি। আবু কাযাআ (রাহঃ) এর নাম হল সুয়ায়দ ইবনে হুজায়র।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, বায়তুল্লাহ দর্শনে হাত তোলা সম্পর্কিত এই হাদীসটি শু‘বা আবু কাযাআ (রাহঃ) সূত্রেই আমরা জানতে পারি। আবু কাযাআ (রাহঃ) এর নাম হল সুয়ায়দ ইবনে হুজায়র।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ رَفْعِ الْيَدَيْنِ عِنْدَ رُؤْيَةِ الْبَيْتِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي قَزَعَةَ الْبَاهِلِيِّ، عَنِ الْمُهَاجِرِ الْمَكِّيِّ، قَالَ سُئِلَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَيَرْفَعُ الرَّجُلُ يَدَيْهِ إِذَا رَأَى الْبَيْتَ فَقَالَ حَجَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَفَكُنَّا نَفْعَلُهُ . قَالَ أَبُو عِيسَى رَفْعُ الْيَدَيْنِ عِنْدَ رُؤْيَةِ الْبَيْتِ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ شُعْبَةَ عَنْ أَبِي قَزَعَةَ . وَأَبُو قَزَعَةَ اسْمُهُ سُوَيْدُ بْنُ حُجَيْرٍ .
