আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৪১
আন্তর্জাতিক নং: ৮৪১
ইহরাম পালনকারীর বিবাহ করা মাকরুহ।
৮৪৩. কুতায়বা (রাহঃ) ...... আবু রাফি (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায় বিবাহ করেছিলেন এবং হালাল অবস্থায়ই তাঁর সাথে বাসর হয়েছিল। আমিই তাদের মাঝে মাধ্যম হিসাবে ছিলাম।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। হাম্মাদ ইবনে যায়দ মাতার আল-ওয়াররাক রাবীআ (রাহঃ) ছাড়া আর কেউ এটিকে মুরসাল হিসাবে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই। মালিক ইবনে আনাস (রাহঃ) রাবীআ সুলাইমান ইবনে ইয়াসার সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায় বিবাহ করেছিলেন। এই রিওয়ায়াত মালিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটিকে সুলাইমান ইবনে বিলাল ও রাবীআ থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আ‘সাম মায়মুনা (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হালাল অবস্থায় আমাকে বিবাহ করেন। কতক রাবী ইয়াযীদ ইবনে আসাম থেকে এই কথা বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আসাম (রাযিঃ) হলেন, মায়মুনা (রাযিঃ) এর ভগ্নী-পুত্র।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান। হাম্মাদ ইবনে যায়দ মাতার আল-ওয়াররাক রাবীআ (রাহঃ) ছাড়া আর কেউ এটিকে মুরসাল হিসাবে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই। মালিক ইবনে আনাস (রাহঃ) রাবীআ সুলাইমান ইবনে ইয়াসার সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মায়মুনা (রাযিঃ) কে হালাল অবস্থায় বিবাহ করেছিলেন। এই রিওয়ায়াত মালিক মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটিকে সুলাইমান ইবনে বিলাল ও রাবীআ থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আ‘সাম মায়মুনা (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হালাল অবস্থায় আমাকে বিবাহ করেন। কতক রাবী ইয়াযীদ ইবনে আসাম থেকে এই কথা বর্ণনা করেছেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ইয়াযীদ ইবনে আসাম (রাযিঃ) হলেন, মায়মুনা (রাযিঃ) এর ভগ্নী-পুত্র।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ تَزْوِيجِ الْمُحْرِمِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ وَبَنَى بِهَا وَهُوَ حَلاَلٌ وَكُنْتُ أَنَا الرَّسُولَ فِيمَا بَيْنَهُمَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَلاَ نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ حَمَّادِ بْنِ زَيْدٍ عَنْ مَطَرٍ الْوَرَّاقِ عَنْ رَبِيعَةَ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ رَبِيعَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ . رَوَاهُ مَالِكٌ مُرْسَلاً . قَالَ وَرَوَاهُ أَيْضًا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ رَبِيعَةَ مُرْسَلاً . قَالَ أَبُو عِيسَى وَرُوِيَ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ حَلاَلٌ . وَيَزِيدُ بْنُ الأَصَمِّ هُوَ ابْنُ أُخْتِ مَيْمُونَةَ .


বর্ণনাকারী: