আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭৮৭
আন্তর্জাতিক নং: ৭৮৭
ঋতুবতী মহিলার রোযা কাযা করতে হবে, নামায কাযা করতে হবে না।
৭৮৫. আলী ইবনে হুজর (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা হায়য এর পর যখন পবিত্র হতাম তখন তিনি আমাদের রোযা কাযা পালন করতে নির্দেশ দিতেন। নামায কাযা করতে বলতেন না। - ইবনে মাজাহ ৬৩১, মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীস হাসান। এটি মুআযা -আয়িশা (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁদের মাঝে এই বিষয়ে কোন মতিবিরোধ আছে বলে আমরা জানি না যে, হায়য বিশিষ্ট মহিলা রোযা কাযা পালন করবে; নামায কাযা করবে না। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, রাবী উবাইদা হলেন, ইবনে মুআততির আয-যাববী আল- কুফী। তাঁর উপনাম হল আবু আব্দুল করীম।
باب مَا جَاءَ فِي قَضَاءِ الْحَائِضِ الصِّيَامَ دُونَ الصَّلاَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عُبَيْدَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا نَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَطْهُرُ فَيَأْمُرُنَا بِقَضَاءِ الصِّيَامِ وَلاَ يَأْمُرُنَا بِقَضَاءِ الصَّلاَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ مُعَاذَةَ عَنْ عَائِشَةَ أَيْضًا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا أَنَّ الْحَائِضَ تَقْضِي الصِّيَامَ وَلاَ تَقْضِي الصَّلاَةَ . قَالَ أَبُو عِيسَى وَعُبَيْدَةُ هُوَ ابْنُ مُعَتِّبٍ الضَّبِّيُّ الْكُوفِيُّ يُكْنَى أَبَا عَبْدِ الْكَرِيمِ .
জামে' তিরমিযী - হাদীস নং ৭৮৭ | মুসলিম বাংলা