আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭১১
আন্তর্জাতিক নং: ৭১১
সফরে রোযা পালনের অবকাশ।
৭০৯. হারুন ইবনে ইসহাক হামদানী (রাযিঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হামযা ইবনে আমর আসলামী রাসূলুল্লাহ (ﷺ) কে সফরে রোযা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আর তিনি লাগাতার রোযা পালন করতেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ তুমি চাইলে রোযা পালন কর আর ইচ্ছা ইফতার কর। - ইবনে মাজাহ ১৬৬২, বুখারি, মুসলিম

এই বিষয়ে আনাস ইবনে মালিক, আবু সাঈদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর, আবু দারদা এবং ইবনে আমর আসালামী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ)-এর বর্ণিত হামযা ইবনে আমর আসলামী রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেছিলেন, এই হাদীসটি হাসান সহীহ্।
باب مَا جَاءَ مِنَ الرُّخْصَةِ فِي الصَّوْمِ فِي السَّفَرِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّوْمِ فِي السَّفَرِ وَكَانَ يَسْرُدُ الصَّوْمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَأَبِي سَعِيدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي الدَّرْدَاءِ وَحَمْزَةَ بْنِ عَمْرٍو الأَسْلَمِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৭১১ | মুসলিম বাংলা