আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭০৯
আন্তর্জাতিক নং: ৭০৯
সাহরী খাওয়ার ফযীলত।
৭০৭. কুতায়বা (রাহঃ) ..... আমর ইবনে আস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণিত আছে।

এই হাদীসটি হাসান সহীহ্। এই হাদীসটির রাবী মুসা সম্পর্কে মিশরবাসী (মুহাদ্দিসগণ) বলেন, মুসা ইবনে আলী। আর ইরাকবাসী (মুহদ্দিসগণ) বলেন, মুসা ইবনে উলাই। তিনি হলেন, মুসা ইবনে উলাই ইবনে রাবাহ্ লাখমী।
باب مَا جَاءَ فِي فَضْلِ السُّحُورِ
وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ " . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَهْلُ مِصْرَ يَقُولُونَ مُوسَى بْنُ عَلِيٍّ وَأَهْلُ الْعِرَاقِ يَقُولُونَ مُوسَى بْنُ عُلَىٍّ وَهُوَ مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ اللَّخْمِيُّ .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
জামে' তিরমিযী - হাদীস নং ৭০৯ | মুসলিম বাংলা