আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়
হাদীস নং: ৬৮৯
আন্তর্জাতিক নং: ৬৮৯
মাস উনত্রিশ দিনেও হয়।
৬৮৬. আহমাদ বি্ন মানী (রাহঃ) ...... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ) এর সঙ্গে যতবার ত্রিশ দিন রোযা পালন করেছি, তদপেক্ষা বেশীবার উনত্রিশ দিন রোযা পালন করেছি। - ইবনে মাজাহ ১৬৫৮
এ বিষয়ে উমর, আবু হুরায়রা, আয়িশা, সা’দ ইবনে আবু ওয়াক্কাস, ইবনে আব্বাস, ইবনে উমর, আনাস, জাবির, উম্মে সালামা, আবু বাকরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ মাস উনত্রিশ দিনেও হয়।
এ বিষয়ে উমর, আবু হুরায়রা, আয়িশা, সা’দ ইবনে আবু ওয়াক্কাস, ইবনে আব্বাস, ইবনে উমর, আনাস, জাবির, উম্মে সালামা, আবু বাকরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেনঃ মাস উনত্রিশ দিনেও হয়।
باب مَا جَاءَ أَنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنِي عِيسَى بْنُ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ أَبِي ضِرَارٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ مَا صُمْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلاَثِينَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ وَأَنَسٍ وَجَابِرٍ وَأُمِّ سَلَمَةَ وَأَبِي بَكْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الشَّهْرُ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ " .
