আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
হাদীস নং: ৬৬৩
আন্তর্জাতিক নং: ৬৬৩
নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
সাদ্কার ফযীলত।
৬৬০. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, রমযানের পর সবচে ফযীলতের রোযা কোনটি? তিনি বললেন, রমযানের সন্মানার্থে শা’বান (রোযা পালন করা)। প্রশ্নকারী বললেন, কোন সাদ্কা সবচেয়ে ফযীলতের? তিনি বললেনঃ রমযান মাসের সাদ্কা।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গরীব। রাবী সাদ্কা ইবনে মুসা হাদীসবেত্তাগণের নিকট তেমন নির্ভযোগ্য নয়।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গরীব। রাবী সাদ্কা ইবনে মুসা হাদীসবেত্তাগণের নিকট তেমন নির্ভযোগ্য নয়।
كتاب الزكاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّدَقَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَىُّ الصَّوْمِ أَفْضَلُ بَعْدَ رَمَضَانَ فَقَالَ " شَعْبَانُ لِتَعْظِيمِ رَمَضَانَ " . قِيلَ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ " صَدَقَةٌ فِي رَمَضَانَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَصَدَقَةُ بْنُ مُوسَى لَيْسَ عِنْدَهُمْ بِذَاكَ الْقَوِيِّ .