আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায়
হাদীস নং: ৬৫৪
আন্তর্জাতিক নং: ৬৫৪
কার জন্য সাদ্কা হালাল নয়?
৬৫৪. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... আব্দুর রহীম ইবনে সুলাইমান (রাহঃ) থেকে অনূরূপ হাদীস বর্ণিত আছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ সূত্রের এ হাদীসটি গারীব।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ সূত্রের এ হাদীসটি গারীব।
باب مَا جَاءَ مَنْ لاَ تَحِلُّ لَهُ الصَّدَقَةُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ عَبْدِ الرَّحِيمِ بْنِ سُلَيْمَانَ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .


বর্ণনাকারী: