আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৬. সফর-মুসাফিরের অধ্যায়

হাদীস নং: ৬০৯
আন্তর্জাতিক নং: ৬০৯
কততুকু পানি উযুর জন্য যথেষ্ট।
৬০৯. হান্নাদ (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বলেনঃ উযুর জন্য দুই রতল* পরিমাণ পানই যথেষ্ট। - ইবনে মাজাহ ২৭০

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি গারীব। এই শব্দে রাবী শারীক ছাড়া অন্য কোন সনদে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। শু’বা (রাহঃ) আব্দিল্লাহ ইবনে আব্দিল্লাহ ইবনে জাবের সূত্রে আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) এক মাককূক* পরিমাণ পানি দিযে উযু এবং পাঁচ মাককূক** পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। সুফিয়ান সাওরী (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) এক মুদ্ পরিমাণ পানি দিয়ে উযু এবং এক সা’ পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। এই হাদীসটি শারীক-এর হাদীস অপেক্ষা অধিকতর সহীহ।

*৫৬৪ গ্রাম

**এক ধরণের পাত্র। এতে বর্ণনাভেদে এক সা' বা অর্ধ সা' পরিমাণ বস্তু ধরে।
باب قَدْرِ مَا يُجْزِئُ مِنَ الْمَاءِ فِي الْوُضُوءِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنِ ابْنِ جَبْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُجْزِئُ فِي الْوُضُوءِ رِطْلاَنِ مِنْ مَاءٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ شَرِيكٍ عَلَى هَذَا اللَّفْظِ . وَرَوَى شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَوَضَّأُ بِالْمَكُّوكِ وَيَغْتَسِلُ بِخَمْسَةِ مَكَاكِيَّ . وَرُوِيَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَوَضَّأُ بِالْمُدِّ وَيَغْتَسِلُ بِالصَّاعِ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ شَرِيكٍ .

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু-গোসলের সময় যথা সম্ভব পানি কম খরচ করা এবং অপচয় রোধ করা একান্ত জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/১৫৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান