আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৬. সফর-মুসাফিরের অধ্যায়
হাদীস নং: ৫৮৮
আন্তর্জাতিক নং: ৫৮৮
সফর-মুসাফিরের অধ্যায়
নামাযে চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখা।
৫৮৮. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... ইকরিমা (রাহঃ) এর জনৈক শাগরিদ থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) নামাযে চোখ ঘুরিয়ে দেখতেন।
এই বিষয়ে আনাস ও আয়িশা (রাযিঃ)আ থেকে হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে আনাস ও আয়িশা (রাযিঃ)আ থেকে হাদীস বর্ণিত আছে।
أبواب السفر
باب مَا ذُكِرَ فِي الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ بَعْضِ، أَصْحَابِ عِكْرِمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَلْحَظُ فِي الصَّلاَةِ . فَذَكَرَ نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَائِشَةَ .
হাদীসের ব্যাখ্যা:
৫৯০ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
বর্ণনাকারী: