আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৬. সফর-মুসাফিরের অধ্যায়
হাদীস নং: ৫৬৯
আন্তর্জাতিক নং: ৫৬৯
কুরআনের সিজদা-এ-তিলাওয়াতসমূহ।
৫৬৯. আব্দুল্লাহ্ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ..... আবুদ্ দারদা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ শব্দে বর্ণিত আছে।*
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই রিওয়ায়াতটি সুফিয়ান ইবনে ওয়াকী আব্দুল্লাহ ইবনে ওয়াহব (রাহঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি (৫৬৮নং) থেকে অধিক সহীহ। এই বিষয়ে আলী, ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইবনে মাসউদ, যায়দ ইবনে সাবিত ও আমর ইবনে আস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবুদ্-দারদা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি গারীব। সাঈদ ইবনে আবু হিলাল ......... উমর দিমাশকী (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
* বিভিন্ন সহীহ রিওয়ায়াতের উপর ভিত্তি করে ইমাম আযম আবু হানীফা (রাহঃ) বলেন : কুরআনে সিজদা তিলাওয়াতের সংখ্যা হ'ল চৌদ্দটি।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই রিওয়ায়াতটি সুফিয়ান ইবনে ওয়াকী আব্দুল্লাহ ইবনে ওয়াহব (রাহঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি (৫৬৮নং) থেকে অধিক সহীহ। এই বিষয়ে আলী, ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইবনে মাসউদ, যায়দ ইবনে সাবিত ও আমর ইবনে আস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবুদ্-দারদা (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি গারীব। সাঈদ ইবনে আবু হিলাল ......... উমর দিমাশকী (রাহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
* বিভিন্ন সহীহ রিওয়ায়াতের উপর ভিত্তি করে ইমাম আযম আবু হানীফা (রাহঃ) বলেন : কুরআনে সিজদা তিলাওয়াতের সংখ্যা হ'ল চৌদ্দটি।
باب مَا جَاءَ فِي سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ عُمَرَ، وَهُوَ ابْنُ حَيَّانَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ مُخْبِرًا، يُخْبِرُ عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِلَفْظِهِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ سُفْيَانَ بْنِ وَكِيعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَمْرِو بْنِ الْعَاصِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي الدَّرْدَاءِ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ عَنْ عُمَرَ الدِّمَشْقِيِّ .


বর্ণনাকারী: