আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৬. সফর-মুসাফিরের অধ্যায়

হাদীস নং: ৫৬৬
আন্তর্জাতিক নং: ৫৬৬
সালাতুল খাওফ।
৫৬৬. (ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন) মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) বলেনঃ ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) কে আমি এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি আমাকে তা শু’বা আব্দুর রহমান ইবনে আল-কাসিম-পিতা কাসিম-সালিহ ইবনে খাওওয়াত-সাহল ইবনে আবী হাসমা (রাহঃ) সূত্রে মারফূ হিসাবে ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাহঃ)-এর রিওয়ায়াত (৫৬৫ নং)-এর অনুরূপ বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি (৫৬৬নং)-টির শব্দ পুরোপুরি সংরক্ষণ করতে পারি নাই তবে এটিও ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাহঃ)-এর রিওয়ায়াত (৫৬৫ নং)-টির অনুরূপই।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাহঃ)-এটিকে কাসিম ইবনে মুহাম্মাদ সূত্রে মারফূ হিসাবে রিওয়ায়াত করেননি। এমনিভাবে ইয়াহয়া ইবনে সাঈদ আল-আনসারী (রাহঃ) এর শাগরিদগণও একে মউকুফ হিসাবে বর্ণনা করেছেন। তবে শু’বা (রাহঃ) আব্দুর রহমান ইবনে কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে এটিকে মারফূ হিসাবে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي صَلاَةِ الْخَوْفِ
قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ سَأَلْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ . وَقَالَ لِي يَحْيَى اكْتُبْهُ إِلَى جَنْبِهِ وَلَسْتُ أَحْفَظُ الْحَدِيثَ وَلَكِنَّهُ مِثْلُ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . لَمْ يَرْفَعْهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ وَهَكَذَا رَوَى أَصْحَابُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ مَوْقُوفًا وَرَفَعَهُ شُعْبَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৫৬৬ | মুসলিম বাংলা