আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৬. সফর-মুসাফিরের অধ্যায়
হাদীস নং: ৫৫৭
আন্তর্জাতিক নং: ৫৫৭
সালাতুল ইস্তিসকা।
৫৫৭. কুতায়বা (রাহঃ) .... আবিল লাহম (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি (মদীনার) আহজারুয্ যায়ত নামক স্থানে রাসূল (ﷺ)-কে ইস্তিসকা আদায় করতে দেখেছেন। তিনি তখন তাঁর দু’হাত তুলে দুআ করছিলেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ কুতায়বা (রাহঃ) এই হাদীসটিকে আবীল্ লাহম (রাযিঃ) থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। রাসূল (ﷺ) থেকে তাঁর এই একটি রিওয়ায়াত ছাড়া অন্য কোন রিওয়ায়াত আছে বলে আমরা জানি না। এই আবুল লাহম (রাযিঃ)-এর মাওলা বা আযাদকৃত দাস উমায়র (রাযিঃ) এর বরাতে রাসূল (ﷺ)-এর কিছু হাদীস বর্ণিত আছে। তিনিও সাহাবী ছিলেন।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ কুতায়বা (রাহঃ) এই হাদীসটিকে আবীল্ লাহম (রাযিঃ) থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। রাসূল (ﷺ) থেকে তাঁর এই একটি রিওয়ায়াত ছাড়া অন্য কোন রিওয়ায়াত আছে বলে আমরা জানি না। এই আবুল লাহম (রাযিঃ)-এর মাওলা বা আযাদকৃত দাস উমায়র (রাযিঃ) এর বরাতে রাসূল (ﷺ)-এর কিছু হাদীস বর্ণিত আছে। তিনিও সাহাবী ছিলেন।
باب مَا جَاءَ فِي صَلاَةِ الاِسْتِسْقَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى آبِي اللَّحْمِ عَنْ آبِي اللَّحْمِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ يَسْتَسْقِي وَهُوَ مُقْنِعٌ بِكَفَّيْهِ يَدْعُو . قَالَ أَبُو عِيسَى كَذَا قَالَ قُتَيْبَةُ فِي هَذَا الْحَدِيثِ عَنْ آبِي اللَّحْمِ وَلاَ نَعْرِفُ لَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ وَعُمَيْرٌ مَوْلَى آبِي اللَّحْمِ قَدْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَادِيثَ وَلَهُ صُحْبَةٌ .


বর্ণনাকারী: