আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৬. সফর-মুসাফিরের অধ্যায়
হাদীস নং: ৫৫৩
আন্তর্জাতিক নং: ৫৫৩
দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করা।
৫৫৩. কুতায়বা (রাহঃ) ...... মু’আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাবুক যুদ্ধের সফরকালে রাসূল (ﷺ) সূর্য পশ্চিমে হেলে পড়ার আগে যাত্রা করতেন তবে যোহরের নামায বিলম্ব করে আসরের সঙ্গে মিলিয়ে দিতেন এবং উভয় নামায একত্রে আদায় করতেন। আর সূর্য পশ্চিমে হেলে পড়ার পর যাত্রা করলে আসরের নামায যোহরের ওয়াক্তে এগিয়ে নিয়ে আসতেন এবং যোহর ও আসর একসঙ্গে আদায় করতেন। এরপর গণ্তব্য স্থানের দিকে চলতেন। এমনিভাবে তিনি যদি মাগরিবের পূর্বে যাত্রা করতেন তবে মাগরিবের নামায বিলম্ব করতেন এবং তা এশার সঙ্গে একসাথে আদায় করতেন। আর যদি মাগরিবের পর যাত্রা করতেন তবে এশার নামায ত্বরাম্বিত করতেন এবং তা মাগরিবের সঙ্গে আদায় করতেন।
এই বিষয়ে আলী, ইবনে উমর, আনাস, আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে আব্বাস, উসামা ইবনে যায়দ এবং জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ উসামা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। আলী ইবনুল মাদীনী (রাহঃ)-ও এই হাদীসটি আহমদ ইবনে হাম্বল কুতায়বা সূত্রে বর্ণনা করেছেন।
এই বিষয়ে আলী, ইবনে উমর, আনাস, আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে আব্বাস, উসামা ইবনে যায়দ এবং জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ উসামা (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ। আলী ইবনুল মাদীনী (রাহঃ)-ও এই হাদীসটি আহমদ ইবনে হাম্বল কুতায়বা সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الْجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، هُوَ عَامِرُ بْنُ وَاثِلَةَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا ارْتَحَلَ قَبْلَ زَيْغِ الشَّمْسِ أَخَّرَ الظُّهْرَ إِلَى أَنْ يَجْمَعَهَا إِلَى الْعَصْرِ فَيُصَلِّيهِمَا جَمِيعًا وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ عَجَّلَ الْعَصْرَ إِلَى الظُّهْرِ وَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ثُمَّ سَارَ وَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ الْمَغْرِبِ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْعِشَاءِ وَإِذَا ارْتَحَلَ بَعْدَ الْمَغْرِبِ عَجَّلَ الْعِشَاءَ فَصَلاَّهَا مَعَ الْمَغْرِبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى وَالصَّحِيحُ عَنْ أُسَامَةَ . وَرَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ عَنْ قُتَيْبَةَ هَذَا الْحَدِيثَ .
