আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৭- সৃষ্টি জগতের সূচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২২৭
১৯৮৯. যখন তোমাদের কেউ ‘‘আমীন” বলে আর আসমানের ফিরিশতাগণও আমীন বলেন এবং একের আমীন অন্যের আমীনের সাথে উচ্চারিত হয়, তখন সব গুনাহ মাফ হয়ে যায়
৩০০০। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) .... সালিম (রাযিঃ) তাঁর পিতার নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেন, জিবরাঈল (আলাইহি সালাম) নবী (ﷺ)- কে (সাক্ষাতের) ওয়াদা দিয়েছিলেন। কিন্তু তিনি (সময় মত) আসেন নি। নবী (ﷺ)- এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমরা ঐ ঘরে প্রবেশ করি না, যে ঘরে ছবি এবং কুকুর থাকে।
