আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭১
আন্তর্জাতিক নং: ২৭১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
সিজদার সময় চেহারা কোথায় রাখবে?
২৭১. কুতায়বা (রাহঃ) .... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বারা ইবনে আযিব (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, সিজদার সময় রাসূল (ﷺ) তাঁর চেহারা কোথায় রাখতেন? তিনি বললেন দুই হাতের মাঝে।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَيْنَ يَضَعُ الرَّجُلُ وَجْهَهُ إِذَا سَجَدَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ أَيْنَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَضَعُ وَجْهَهُ إِذَا سَجَدَ فَقَالَ بَيْنَ كَفَّيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِي حُمَيْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ تَكُونَ يَدَاهُ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ .
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সিজদার সময় মাথা উভয় হাতের মাঝে রাখতে হয়। আর দু’হাত থেকে মাথার দূরত্ব এতটুকু রাখতে হয় নামাযের শুরুতে তাকবীরে তাহরীমার সময় হাত দুটি মাথা থেকে যতটুকু দূরে ছিলো। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭, ৪৯৮)