আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০
আন্তর্জাতিক নং: ১৮০
কারো যদি একাধিক নামায কাযা হয়ে যায় তবে কোন নামায থেকে তা আরম্ভ করবে?
১৮০. মুহাম্মাদ ইবনে বাশশার বুন্দার (রাহঃ) ..... জাবির ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, খন্দক যুদ্ধের দিন উমর (রাযিঃ) এসে কাফির কুরাইশদের তিরস্কার করতে লাগলেন এবং রাসূল (ﷺ) কে বললেন হে আল্লাহর রাসূল, আমার আসরের নামায প্রায় ফওত হয়ে যাচ্ছিল। এমন কি সূর্যও ডুবে যচ্ছিল। রাসূল (ﷺ) বললেন, আল্লাহর কসম! আমিও তা আদায় করতে পারিনি। জাবির (রাযিঃ) বলেন এরপর আমরা ‘‘বুতহান’’ এ অবতরণ করলাম। রাসূল (ﷺ)ও উযু করলেন আমরাও উযু করলাম। সূর্য অস্ত যাওয়ার পর রাসূল (ﷺ) আসরের নামায আদায় করলেন এবং পরে মাগরিবের নামায আদায় করলেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ تَفُوتُهُ الصَّلَوَاتُ بِأَيَّتِهِنَّ يَبْدَأُ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ يَوْمَ الْخَنْدَقِ وَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا " . قَالَ فَنَزَلْنَا بُطْحَانَ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَوَضَّأْنَا فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
