আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬
’ইশার ওয়াক্ত।
১৬৬. আবু বকর মুহাম্মাদ ইবনে আবান ..... আবু আওয়ানা থেকে উক্ত সনদে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন আবু বিশরের সনদে হুশায়মও এই হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে তিনি সনদে আবু বিশরের পর বশীর ইবনে ছাবিতের কথা উল্লেখ করেননি, যেমন আবু আওয়ানা তাঁর সনদে করেছেন। আবু আওয়ানার সনদই আমাদেরে নিকট অধিকতর সহীহ। কেননা ইয়াযীদ ইবনে হারুনও শুবা আবু বিশর সনদে আবু আওয়ানার রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي وَقْتِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ أَبِي عَوَانَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى رَوَى هَذَا الْحَدِيثَ، هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، . وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، . وَحَدِيثُ أَبِي عَوَانَةَ أَصَحُّ عِنْدَنَا لأَنَّ يَزِيدَ بْنَ هَارُونَ رَوَى عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، نَحْوَ رِوَايَةِ أَبِي عَوَانَةَ .
