আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৩
আন্তর্জাতিক নং: ১৬৩
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায়
আসরের নামায পিছিয়ে আদায় করা।
১৬৩. বিশর ইবনে মুআয আল বসরী (রাহঃ) ...... ইসামাইল ইবনে উলায়্যা ইবনে জুরায়জ (রাহঃ) এর বরাতেও উক্ত হাদীসটি বর্ণিত আছে। আর তা অধিক সহীহ।
أبواب الصلاة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَهَذَا أَصَحُّ .
বর্ণনাকারী: