আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৪৫
আন্তর্জাতিক নং: ১৪৫
তায়াম্মুম।
১৪৫. ইয়াহয়া ইাবন মুসা (রাহঃ) ....... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইবনে আব্বাস (রাযিঃ) কে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন উযুর কথা বলতে যেয়ে আল্লাহ তাআলা আল কুরআনে ইরশাদ করেছেনঃ
فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ
‘‘তোমরা তোমাদের চেহারা ধোবে আর হাত ধোবে কনুই পর্যন্ত।’’
আর তায়াম্মুমের কথা বলতে যেয়ে ইরশাদ করেছেনঃ
فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ
‘‘তোমরা তোমাদের চেহারা ও হাত মাসহে করবে।’’
চুরির হদ বর্ণনা করতে যেয়েও তিনি হাতের কথা উল্লেখ করেছেন। ইরশাদ করেছেনঃ
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا
‘‘চোর পুরুষ ও নারীর হাত কেটে ফেলবে।’’
এই ক্ষেত্রে বিধান হল কব্জি পর্যন্ত হাত কাটা। সুতরাং তায়াম্মুমের ক্ষেত্রেও হাত বলতে কেব্জি পর্যন্ত বোঝাবে।
فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ
‘‘তোমরা তোমাদের চেহারা ধোবে আর হাত ধোবে কনুই পর্যন্ত।’’
আর তায়াম্মুমের কথা বলতে যেয়ে ইরশাদ করেছেনঃ
فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ
‘‘তোমরা তোমাদের চেহারা ও হাত মাসহে করবে।’’
চুরির হদ বর্ণনা করতে যেয়েও তিনি হাতের কথা উল্লেখ করেছেন। ইরশাদ করেছেনঃ
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا
‘‘চোর পুরুষ ও নারীর হাত কেটে ফেলবে।’’
এই ক্ষেত্রে বিধান হল কব্জি পর্যন্ত হাত কাটা। সুতরাং তায়াম্মুমের ক্ষেত্রেও হাত বলতে কেব্জি পর্যন্ত বোঝাবে।
باب مَا جَاءَ فِي التَّيَمُّمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الْقُرَشِيِّ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سُئِلَ عَنِ التَّيَمُّمِ، فَقَالَ إِنَّ اللَّهَ قَالَ فِي كِتَابِهِ حِينَ ذَكَرَ الْوُضُوءَ: (فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إلى المَرَافِقِ)، وَقَالَ في التَّيَمُّمِ: (فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ) وَقَالَ: (وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيِهْمَا) فَكَانَتِ السُّنَّةُ في القَطْعِ الكَفَّينِ، إِنَّمَا هُوَ الوَجْهُ وَالكَفَّانِ، يَعْنِي التَّيَمُّمَ".
