আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১০৭
আন্তর্জাতিক নং: ১০৭
গোসলের পর উযু করা।
১০৭. ইসমাঈল ইবনে মুসা ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) গোসলের পর উযু করতেন না।
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ بَعْدَ الْغُسْلِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ أَنْ لاَ يَتَوَضَّأَ بَعْدَ الْغُسْلِ .

হাদীসের ব্যাখ্যা:

গোসলের ছুন্নাত তরীকা হলো গোসলের পূর্বে অযু করা। কেউ এ পদ্ধতিতে গোসল করলে গোসলের পরে পুনরায় অযু করা অহেতুক ও মাকরূহ। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৫৮) তবে গোসলের পূর্বে যদি কেউ অযু না করে গোসলের মধ্যে অযুর নিয়ত করে নেয় তাহলে সে নিয়তের কারণে অযুর সওয়াবও পেয়ে যাবে।
জামে' তিরমিযী - হাদীস নং ১০৭ | মুসলিম বাংলা