আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৮৩
আন্তর্জাতিক নং: ৮৩
লজ্জাস্থান স্পর্শের কারণে উযু।
৮৩. আবু উসামা এবং আরো অনেকে হিশাম ইবনে উরওয়া পিতা উরওয়া-মারওয়ান-বুসরা (রাযিঃ) সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। আর আবু উসামার সূত্রে ইসহাক ইবনে মনসুর আমাকে এই সনদটি বর্ণনা করেছেন।
باب الْوُضُوءِ مِنْ مَسِّ الذَّكَرِ
وَرَوَى أَبُو أُسَامَةَ، وَغَيْرُ، وَاحِدٍ، هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مَرْوَانَ، عَنْ بُسْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . حَدَّثَنَا بِذَلِكَ، إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، بِهَذَا .

হাদীসের ব্যাখ্যা:

৮২ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান