কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা

হাদীস নং: ৪৩১৫
আন্তর্জাতিক নং: ৪৩১৫
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
শাফা’আতের আলোচনা
৪৩১৫। মুহাম্মাদ ইব্‌ন বাশশার (রাহঃ)...... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার শাফা'আতের বদৌলতে জাহান্নাম থেকে অনেক লোক পরিত্রাণ পাবে। যাদের জাহান্নামী বলা হবে।
كتاب الزهد
بَاب ذِكْرِ الشَّفَاعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ ذَكْوَانَ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لَيَخْرُجَنَّ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ ‏"‏ ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

জাহান্নাম থেকে পরিত্রাণ লাভকারীদেরকে জাহান্নামী উপাধি প্রদান করার মধ্যে কোনরূপ অবজ্ঞা বা অবমাননা থাকবে না। বরং এ ধরনের সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের প্রেম ও ভালবাসার ইঙ্গিত থাকবে। তাতে তারা আনন্দিত হবে।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)