কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৪. ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
হাদীস নং: ৩৯৩৮
আন্তর্জাতিক নং: ৩৯৩৮
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
লুটপাটের নিষেধাজ্ঞা
৩৯৩৮। আবু বাকর ইবন আবু শায়বা (রাযিঃ)..... সা'লাবা ইবন হাকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা দুশমনের বকরীর পাল পাঁকড়াও করেছিলাম এবং লুট করেছিলাম। অতঃপর আমরা সেগুলোর গোশত ডেগচীতে করে রান্না করেছিলাম। নবী (ﷺ) ডেগচীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি ডেগচীগুলোকে উল্টে ফেলার নির্দেশ দিলেন। অতঃপর বললেনঃ লুটতরাজ করা বৈধ নয়।
كتاب الفتن
بَاب النَّهْيِ عَنْ النُّهْبَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ الْحَكَمِ، قَالَ أَصَبْنَا غَنَمًا لِلْعَدُوِّ فَانْتَهَبْنَاهَا فَنَصَبْنَا قُدُورَنَا فَمَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِالْقُدُورِ فَأَمَرَ بِهَا فَأُكْفِئَتْ ثُمَّ قَالَ " إِنَّ النُّهْبَةَ لاَ تَحِلُّ " .
বর্ণনাকারী: