কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৯২৬
আন্তর্জাতিক নং: ৩৯২৬
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
স্বপ্নের তা'বীর প্রসঙ্গে
৩৯২৬। আলী ইব্ন মুহাম্মাদ (রাযিঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বনে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি স্বপ্নে গলায় চাকতি দেখা অপছন্দ করি, কিন্তু আংটা পছন্দ করি। কারণ আংটা অর্থ দ্বীনের উপর অবিচল থাকা।
كتاب تعبير الرؤيا
بَاب تَعْبِيرِ الرُّؤْيَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَكْرَهُ الْغُلَّ وَأُحِبُّ الْقَيْدَ الْقَيْدُ ثَبَاتٌ فِي الدِّينِ " .