কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৯১১
আন্তর্জাতিক নং: ৩৯১১
ঘুমের মধ্যে যার সাথে শয়তান খেলা করে, সে যেন তা লোকের
নিকট ব্যক্ত না করে
নিকট ব্যক্ত না করে
৩৯১১। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাযিঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখলাম, আমার মাথায় প্রহার কথা হচ্ছে, আর প্রহারকারীকে দেখলাম যে, সে থরথর করে কাঁপছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শয়তান তোমাদের কারো সাথে তামাশা করে, তাতে সে ভয় পায়। এর পর সে সকাল বেলা লোকদের কাছে তা বলে দেয়।
بَاب مَنْ لَعِبَ بِهِ الشَّيْطَانُ فِي مَنَامِهِ فَلَا يُحَدِّثْ بِهِ النَّاسَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ إِنِّي رَأَيْتُ رَأْسِي ضُرِبَ فَرَأَيْتُهُ يَتَدَهْدَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَعْمِدُ الشَّيْطَانُ إِلَى أَحَدِكُمْ فَيَتَهَوَّلُ لَهُ ثُمَّ يَغْدُو يُخْبِرُ النَّاسَ " .
